অনেকেই জানে না আমরা ভাই: অপারশক্তি
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অপারশক্তি খুরানা। এরপর ভারতীয় টেলিভিশনে সঞ্চালনার কাজ করে ব্যাপক সফলতা পান তিনি। পরে ২০১৬ সালে আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর একে একে অভিনয় করেন- ‘বদ্রিনাথ কী দুলহানিয়া’, ‘স্ত্রী’ ও ‘লুকা ছুপি’র মতো ছবিতে।